
আমরা সাধারণত টাকা দিয়ে বিভিন্ন এন্টিভাইরাস ক্রয় করি। কিন্তু মাইক্রোসফট উইন্ডোজের সাথে ডিফল্ডভাবে এন্টিভাইরাস দেওয়া থাকে। আমরা বিভিন্ন ক্রাকড, পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করি। কিন্তু ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে উইন্ডোসের জেনুইন লাইসেন্স কি পাওয়া যায়। আমাদের উচিত টাকা দিয়ে এন্টিভাইরাস না কিনে উইন্ডোসর জেনুইন লাইসেন্স ক্রয় করা।